আগ্রহের বৈশিষ্ট্য

আগ্রহ হলো এক ধরনের মানসিক প্রবণতা। আগ্রহ সম্পর্কে প্রকৃতি ধারণা গঠন করতে হলে তার বৈশিষ্ট্য গুলি জানার প্রয়োজন। অতএব আগ্রহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি নিম্নে পয়েন্ট আকারে আলোচনা করা হইল।

১ বিকাশ ধর্মী

শিশুর আগ্রহ বিকাশধর্মী। শিশুর বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে আগ্রহের বিকাশ ঘটে থাকে। শৈশবকালে শিশুর যে সকল বস্তুর প্রতি আগ্রহ দেখা যায় বাল্য বা কৈশোর কালে সেই বস্তুর প্রতি তার আগ্রহ নাও থাকতে পারে। অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে নতুন নতুন বিষয় থাকে।

২ বংশগত ও অর্জিত

শিশুর আগ্রহ বংশগত ও অর্জিত। শিশুর আগ্রহে যেমন জন্মগত প্রভাব থাকে তেমনি অর্জিত প্রবাহ রয়েছে। কোনো পরিবারে যদি ছবি আঁকার চর্চা থাকে তবে অনেক সময় সেই পরিবারের শিশুদের শৈশবকাল থেকে ছবি দেখার প্রতি অনুরোধ দেখা যায়।

৩ সমাজ পরিবেশ নির্ভর

শিশুর আগ্রহ তার সমাজ পরিবেশের উপর নির্ভরশীল। শিশু যে সমাজ পরিবেশ বসবাস করে সেই সমাজ পরিবেশ তার আচার-আচরণকে প্রভাবিত করে। এই আচরণ শিশুর আগ্রহ নির্ধারণ করে দেয়। এইজন্য গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে শিল্পাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে আগ্রহের ক্ষেত্রে তারতম দেখা যায়।

৪ চাহিদা নির্ভর

শিশুর আগ্রহ ও তার চাহিদার উপর নির্ভর করে থাকে। যে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেগুলিকেই কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হয়।

৫ প্রেষণা নির্ভর

আগ্রহের একটি অন্যতম বৈশিষ্ট্য হল প্রেষণামূলক। শিশুর আভ্যন্তরীণ ইচ্ছেই হল প্রেষণা। প্রেষণা শিশুর আগ্রহকে বাড়িয়ে তোলা এবং বাস্তব রূপ দিয়ে থাকে। যেমন – শিশুর কবিতার লেখার আগ্রহ বাস্তব রূপ পায় প্রেষণার মাধ্যমে

৬ অনুভূতিমূলক

আগ্রহ হলো তৃপ্তি দায় অনুভূতি। শিশু যে বিষয়ে আগ্রহ দেখায়, সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ, আগ্রহ সব সময় একটি চিঠি দেয় অনুভূতির কাজ করে।

৭ ব্যক্তিস্বাতন্ত্র

আগ্রহ ব্যক্তির বৈষম্য নির্ভর। একই পরিবেশের ব্যাক্তি বৈসমের জন্য আগ্রহের পার্থক্য দিক সহজেই পরিলক্ষিত হয়।

৮ পরিমাপযোগ্য

পরিমাপ যোগ্যতা আগ্রহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আগ্রহ পরিমাপের দ্বারা শিশুর বৃত্তিমূলক দিক সহজেই নির্দেশ করা যায়।

৯ পরিবর্তনশীল

পরিবর্তনশীলতা হল আগ্রহে একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তির মধ্যে কোনো বিশেষ সম্পর্কে সবসময় একরকম আগ্রহ থাকে না। অর্থাৎ আগ্রহের পরিবর্তন ঘটে থাকে আগ্রহ হলো একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া, যা ব্যক্তিকে বিভিন্ন ধরনের কাজে উদ্বুদ্ধ করে।

১০ সেন্টিমেন্ট নির্ভর

শিশুর আগ্রহ তার সেন্টিমেন্ট এর উপর নির্ভর করে। সেন্টিমেন্ট হলো অনেকগুলি অর্জিত পক্ষ্যভের সমন্বয়। যে সকল বস্তু, ব্যক্তি বা ধারণার প্রতি শিশুর সেন্টিমেন্ট গড়ে ওঠে, সেই সব বস্তু, একইবার ধারণার প্রতি অনুরক্ত হয়।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment