‘অভিধান’ শব্দটি প্রথম ব্যবহার করেন ত্রয়দশ শতকে জন গারল্যন্ড ‘Dictionarius’ বলে। আর ‘Dictionarius’ শব্দটি প্রথম পাওয়া যায় ১৫৪৮ খ্রিস্টাব্দে স্যার থামস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধান।
সংযোগ মূলক বিভাগ
অভিধান ভাষাবিজ্ঞানের এক সংযোগ মূলক বিভাগ। ভাষায় প্রকাশগত দিকের সঙ্গে বিষয়গত দিকের (অর্থাৎ সহজ ভাবে বললেও ‘ধবনি’ ও ‘অর্থের’ ) সংযোগ সাধন ও ব্যাখ্যা ও অভিধানের মুখ্য চরিত্র ধর্ম। এছাড়া শব্দের ব্যুৎপত্তি, প্রতিশব্দ, বিপরীত শব্দ, বহুমাত্রিকতা ইত্যাদির উল্লেখের পাশাপাশি আধুনিক যুগে শব্দের মান্য উচ্চারণ, আঞ্চলিক উপভাষাগত পার্থক্য, শব্দার্থ পরিবর্তনের ইত্যাদি প্রকাশের অভিধান ভাষাবিজ্ঞানের এক অনিবার্য সংযোগ মূলক বিভাগ।
বিভাগ
একটি আদর্শ অভিধানের প্রতিটি শব্দে তিনটি স্তর থাকে। (১) শব্দের গঠনগত স্তর, (২) শব্দের অন্বনগত স্তর, (৩) শব্দের বাগার্থগত স্তর।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর