ভূমিকা
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোট গল্পের প্রধান চরিত্র উচ্ছব নাইয়ার পরশুর মত বেঁচে থাকা প্রান্তিক মানুষের মুখপাত্র। তার ঠাকুমা বলত -‘রন্ন হল মা নক্কঈ।” এই কথায় জীবন দিয়ে বুঝিয়েছেন উচ্ছব। আলোচ্য উদ্ধৃতিটি উচ্ছবের স্বতোক্তি। ‘ভাত’ গল্প আসলে অন্নহীন মানুষের দুর্ভাগ্যের গল্প। সমাজের উচ্চবিত্ত মানুষের প্রাচুর্যের পাশাপাশি ভাগ্যহীন দরিদ্র মানুষের অসহায়তার চিত্র প্রদীপের নিচে অন্ধকার এর মত গল্পটি সর্বাঙ্গে ছড়িয়ে রয়েছে। উচ্ছব নাইয়া বাস করে সুন্দরবন বাদা অঞ্চলে যে অঞ্চলে ধানের জন্য বিখ্যাত। অথচ সেই অঞ্চলের মানুষ হয়েও উচ্ছবরা না খেয়ে, বা আধপেটা খেয়ে থাকে। মনিবের জমির ধান মকর কে নষ্ট হয়ে গেলেও মনিবের বাড়িতে ভাত রান্না বন্ধ হয় না, শুরু হয়ে যায় উচ্ছবদের উপবাসী থাকা।
বন্যায় উচ্ছবের বউ ছেলে মেয়ে মারা যায়, তখন মাথা গোজার থাই টুকু ধ্বংসস্তূপে পরিণত হয়। পাকা বাড়ি, পাকা গলার মালিক সতীশ বাবুর জীবন কিন্তু অপরিবর্তিত থাকে। এভাবে জন্ম বতি দুর্ভাগ্যের শিকার উচ্ছবের মতো মানুষদের কাছে অন্ন সহজলভ্য নয়। অনেক পরিশ্রম, অনেক কষ্ট স্বীকার করে কোনক্রমে আধপেটা , সিকিপেটা ভাত জোটাই তারা। তাই এক মুঠো ভাতের কদর তাদের মত করে কেউ বুঝবে না।
উপলব্ধি
সব হারিয়ে ভাতের আশায় কলকাতায় আসে উচ্ছব। কিন্তু কাজ শেষ করেও ভাত জোটেনি তার। সেভাবেই খিদে তাকে প্রেত বানিয়েছি, পরিবারের মৃত্যুতেও তাই সে কাঁদতে পারেনি। এই কয়েকদিনের লড়াইয়ে সর্বহারা ক্ষুধার্ত উচ্ছব তাই ঠাকুমার বলা কথাগুলোর গুরুত্ব বুঝেছে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?