মাধ্যমিক শিক্ষার সমস্যা

স্বাধীনতার পরে মাধ্যমিক শিক্ষার গুণগত পরিমাণগত উন্নতি ঘটলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। মাধ্যমিক শিক্ষা অগ্রগতির পথে যে সকল সমস্যা রয়েছে তার নিম্নে আলোচনা করা হলো।

১ সংকীর্ণ তাত্ত্বিক ও পুথিনির্ভরশীল

আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা হলো সংকীর্ণ তাত্ত্বিক ও পুথিনির্ভরশীল বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন, একঘেয়েমি। এই শিক্ষা শিক্ষার্থী কর্মজীবনের প্রবেশের পথে বড় বাধা স্বরূপ।

২ আর্থিক সমস্যা

মাধ্যমিক শিক্ষার অগ্রগতির পথে একটি অন্যতম সমস্যা হলো অর্থে অভাব। অর্থের অভাবে দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষাদান কার্যাহত হচ্ছে।

৩ অপচয় ও অনুন্নয়

প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষা স্তরে ও অপচয় ও অনুন্নয় একটি বড় সমস্যা। শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয় ভর্তি হয়ে কিছুদিন পরে পড়াশোনা বন্ধ করে দেয় আবার কেউ কেউ একই শ্রেণীতে বারবার ফেল করে বিকালে ছেড়ে দেয়।

৪ ত্রুটিপূর্ণ পাঠক্রম

মাধ্যমিক বিদ্যালয়ের পাঠক্রম মূলত তত্ত্বনির্ভর। ব্যবহারিক শিক্ষার সুযোগ অনেক কম। তাই শিক্ষার্থীরা এই পাঠক্রমের প্রতি আকর্ষণ বোধ করে না। তাই ত্রুটিপূর্ণ পাঠক্রম মাধ্যমিক শিক্ষার অগ্রগতির পথে একটি বড় বাধা।

৫ অমনোবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি

মাধ্যমিকের শিক্ষাদান পদ্ধতি অমনোবৈজ্ঞানিক এবং একঘেয়েমি। অধিকাংশ বিদ্যালয় উপযুক্ত পরীক্ষাগার, গ্রন্থাগার ও শিক্ষোপকরনের অভাব মাধ্যমিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

৬ সহপাঠক্রমিক কার্যকরীর প্রতি অবহেলা

মাধ্যমিক শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলী কে যথাযথভাবে ব্যবহৃত করা হয় না। বর্তমানে শারীর শিক্ষা ঐচ্ছিক বিষয় হওয়ায় অনেক শিক্ষার্থী এই বিষয় গ্রহণ করে না। ফলে শিক্ষার্থীর সার্বিক বিকাশের দিকটি অনেকখানি ব্যাহত।

৭ নিয়মিত পরিদর্শনের অভাব

বিদ্যালয়গুলি নিয়মিত পরিদর্শন হয় না। এর ফলে বিদ্যালয়ে গুলি অনেক সময় সরকারি নিয়ম ভঙ্গ করে শিক্ষাদানের কাজ করে থাকে। যা মাধ্যমিক শিক্ষার অগ্রগতিতে ব্যাহত করে।

৮ বৃত্তি শিক্ষার সুযোগের অভাব

আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠক্রমে বৃত্তি শিক্ষার বিশেষ ব্যবস্থা নেই। পৃথিবীর অন্যান্য দেশের বৃত্তিশিক্ষাকে মাধ্যমিক শিক্ষা স্তরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই মাধ্যমিক শিক্ষায় বৃত্তিশিক্ষার অভাব একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।

৯ শিক্ষক সমস্যা

বর্তমানে অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় যোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে । প্রশিক্ষণ প্রাপ্ত উপযুক্ত শিক্ষকের অভাব মাধ্যমিক শিক্ষা স্তরের একটি বড় সমস্যা।

১০ পাঠ্য পুস্তকে সমস্যা

আমাদের দেশের বেশিরভাগ জনগণ নিম্ন মধ্যবিত্ত দরিদ্র। তারা উচ্চ মূল্যের বিদ্যালয়ে নির্বাচন পাঠ্যপুস্তক ক্রয় করতে পারেনা। ফলে প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের কাজ যথেষ্ট ব্যাহত হয়।

১১ পরীক্ষার সমস্যা

দেশের সমস্ত মাধ্যমিক শিক্ষা হলো পরীক্ষা মুখী। বর্তমানে প্রচলিত পরীক্ষা ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে বিশেষ আগ্রহ প্রকাশ করে না।

মূল্যায়ন

উপরোক্ত সমস্যা গুলি ছাড়াও আরো অনেক সমস্যা মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে রয়েছে। যথা – ভাষা সমস্যা, শিক্ষক শিখনের সমস্যা, অভিভাবকদের সচেতনতার অভাব ইত্যাদি।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment