দ্বিমেরুকরণ(টিকা)?

কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির এক বিশেষ এর অধ্যায়ে দ্বিমেরুকরণের উদ্ভব ঘটে। সাধারণভাবে দ্বিমেরুকরণের অর্থ হল দুই মেরুতে বিভক্ত হয়ে পড়া। এক মেরুতে সোভিয়েত জোট এবং অন্য মেরুতে মার্কিনি জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের ত নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতির এই মেরুকরণকে দ্বিমেব্রুকরণ l (Bipolarity) বলা হয়। আন্তর্জাতিক সম্পর্কের পন্ডিতদের মতে, এ হল এমন এক পরিস্থিতি যেখানে সামরিক, রাজনৈতিক মতাদর্শ ও অর্থনৈতিক র প্রাধান্যকে কেন্দ্র করে রাজনীতি দুই মহাশক্তিধর রাষ্ট্রের পরস্পরবিরোধী জোটে ভাগ হয়ে যায়।

Leave a Comment