যে, যার প্রতি
মহাশ্বেতা দেবীর লেখা ‘ভাত’ নামক ছোটগল্পে ক্ষুধার্ত উচ্ছব নাইয়া তার গ্রাম সম্পর্কিত বন ও বড় বাড়ির পরিচারিকা বাসিনির প্রতি প্রশ্নে প্রদত্ত আচরণটি করেছিল।
ঘটনা
দীর্ঘদিনের অভুক্ত উচ্ছব বাসিনি সাহায্যে বড় বাড়িতে ভাতের বদলে কাজ করতে আসে। কিন্তু বড় বাড়ির বুড়ো কর্তা মারা গেলে বাড়ির বুড়ো পিসিমা সমস্ত রান্না ফেলে দেওয়া নির্দেশ দেন। তার কথামতো বাসিনি খাবার ফেলতে এলে উচ্ছব মোটা চালের ভাতের ডঊকচই চেয়ে নিয়ে পালাতে শুরু করে। বাসনি তাকে বাধা দিলে সে এমন আচরণ করে।
কারণ
মনির সতীশ বাবুর জমির ধান নষ্ট হওয়া থেকে উচ্ছবরা অভুক্ত থাকা শুরু। এরপর মাতাল আর বন্যা তার থেকে পরিবার ভিটেমাটি কেড়ে নেয়। শোকস্তব্ধ উচ্ছবের সরকারি বদান্যটুকুও জোটে না। এরপর ভাতের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ উচ্ছব কলকাতার বড় বাড়িতে কাজ করতে আসে। কিন্তু সেখানেও ভাত জোটেনি তার। তাই বাসিনি থেকে ভাতের পাত্র নিয়ে পালাতে থাকে উচ্ছব। তাকে দৌড়াতে দেখে বাসিনি বুঝতে পারে এ ভাত উচ্ছব খাবে। গ্রাম সম্পর্কিত দাদার মঙ্গল চিন্তায় বাঁশ নিয়ে তাকে নানা ভাবে অশৌচের ভাত খেতে বারণ করে। বিদ্রুপ করে উচ্ছব বলে-“খেতে নি? তুমিও ধেয়ে বামুন হয়েছ?” অনাহারি উচ্ছবের খুদা নিবৃত্তের সুযোগ ঘটলেও বারবার সে ব্যর্থ হয়েছে, তাই এবার বাসিনের নিষেধ শুনে ভয়ঙ্কর হয়ে ওঠে উচ্ছব। তারমধ্যে জেগে ওঠে হিংসা ক্ষুধার্ত সত্তা। বাসিনির দিকে তাকিয়ে দাঁত বের করে হিংস্র ভঙ্গি করে উচ্ছব। তার এরূপ দেখে বাসিনী থমকে দাঁড়ায়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?