ঔপনিবেশিক বাংলার শ্রীরামপুর মিশন আধুনিক বিজ্ঞান চর্চার প্রচার ও প্রসারে কিভাবে অংশ নিয়েছিল, তা পর্যালোচনা করো?

১৮০০ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন। বাংলা গদ্য চর্চা ইতিহাসে এই মিশন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কায়ার সঙ্গে ছায়ার মত চলেছিল বৈজ্ঞানিক চর্চা। মুদ্রণ শিল্পের ইতিহাসে এই মিশন ছাপ রাখে বৈজ্ঞানিক চিন্তাধারায়।

গুরুত্ব

শ্রীরামপুর মিশনে পঞ্চানন কর্মকারাই প্রথম বাঙালি জিনিস ছাপার জন্য অক্ষর তৈরি করতে শিখেছিলেন। এতে বাংলা গদ্যের জগতে এলেও চরম বিবর্তন। উইলিয়াম কেরি ছাড়া বাংলা ভাষার ক্রমবিকাশ আরো তিনজনের নাম উল্লেখযোগ্যভাবে স্মরণীয়, এরা হলেন ফেলিক্স কেরি, জন ক্লার্ক মার্শম্যান এবং রেভারেন্ড জন ম্যআক। বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান গ্রন্থে ফেলিক্স কেরির‌ই রচনা। ‘ব্যবচ্ছেদবিদ্যা’ বৈদি চিকিৎসাবিদ ও শরীর বিজ্ঞানের উপর লিখিত।

ভূমিকা

ফেলিক্স ইংরেজি এনসাইক্লোপিডিয়ার মতো বাংলায় একটি বিশ্বকোষ প্রকাশ প্রকাশের পরিকল্পনা গ্রহণ করে। এই রচনাবলী নামকরণ করা হয় ‘বিদ্যাহারাবলি’ ‘ব্যবচ্ছবিদ্যা’ প্রস্তাবিত ‘বিদ্যাহারাবলি’ রচনা প্রথম খন্ড। প্রকাশ কাল১৮২০ খ্রিস্টাব্দ। ‘ব্যবচ্ছবিদ্যা’ দুটি কাণ্ডে বিভক্ত -প্রথম কাণ্ড ব্যবচ্ছেদবিদ্যা এবং দ্বিতীয় কান্ড তুলনামূলক ব্যবচ্ছবিদ্যা। প্রতিটি কান্ড আবার কয়টি খন্ডে বিভক্ত, খন্ড গুলি অধ্যায় এবং অধ্যায় গুলি প্রকরণে বিভক্ত ছিল। তবে ফেলিক্স কেরির রচনার পরিভাষা ও সংজ্ঞার সংস্কৃতি প্রাধান্য বেশি, যেমন- Organe of Sense’ হয় জ্ঞানকেন্দ্রিক।

ফেলিক্স ছাড়াও মার্শম্যান সম্প্রদিক মাসিক ‘দিকদর্শন’ ও সপ্তাহিক ‘সমাচার দর্পণ’ পত্রিকায় পাতাতেও বিজ্ঞান আলোচনা প্রকাশ পায়। মআর্শম্যআন ‘জ্যোতিষ ও গোলাধ্যায়’ সেই সব ভূগোল ও জ্যোতিষ বিজ্ঞানের গ্রন্থ উল্লেখযোগ্য। ১৮২১ খ্রিস্টাব্দে আগত জন ম্যাপ শ্রীরামপুর কলেজের রাসায়ন এর বীক্ষণাগার প্রতিষ্ঠা করেন এবং বাংলা ভাষায় রাসায়নিক প্রথম বই ‘কিমিয়াবিদ্যাসার’ তিনি লেখেন। প্রাশ্চাত্যবিজ্ঞানকে এশিয়াদের মধ্যে বাংলা ভাষায় প্রচারের উদ্দেশ্যই বাংলা অনুবাদ করেন। তবে ফেলিক্সর মত ম্যাক সংস্কৃত কে গ্রহণ করেননি, ইংরেজি শব্দটাই বাংলা প্রচলিত করেন। জন ম্যাক Principal of Chemistry (১৮৩৪) গ্রন্থে তাই লিখেছেন-“l have preferred, therefore, expression the European terms in Bengalee characters, and merely changing the prefixes and terinnology so as decently to incorporate the new words into the language, ‘শ্রীরামপুর মিশনে ভূমিকা তাই বিজ্ঞান চর্চার ইতিহাসে অনস্বীকার্য।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment